১। আয়তন- ৩৮.০৭ বর্গকিলোমিটার (প্রায়)। ৯,৪০৯ (একর) ২০১১ আদম শুমারী অনুযায়ী।
২। অবস্থান- উত্তরে- গয়হাটা, দক্ষিনে ধুবড়িয়া, পুর্বে- বেকড়া আটগ্রাম, পশ্চিমে- চৌহালী, সিরাজগঞ্জ।
৩। গ্রাম- সংখ্যা :২৩ টি, গ্রামের নাম: (আরড়া, ভারড়া, চর ভারড়া, পাঁচতারা, শালিয়ারা, ডাকঘর: সলিল আরড়া-১৯৩৬) (শাখাইল, উলাডাব, ডাকঘর: বাটরা বাজার-১৯৩৬) (চান্দক, চর চান্দক, আগদিঘুলিয়া, ডাকঘর- খাষ শাহজানী-১৯৩০) (মিরকুটিয়া, রেহাই মিরকুটিয়া, ভুমুরিয়া,আদাজান, সুবর্ণতলী, রংছিয়া,ডাকঘর- খাষ শাহজানী-১৯৩০) (পচাসারটিয়া, চৌবাড়িয়া, দেওজান সলিল, ডাকঘর- পচাসারটিয়া-১৯৩৬) (শাহজানী, মারমা, ধলাই, আটাপাড়া, ডাকঘর: খাষ শাহজানী-১৯৩০)।
৪। লোক স্যখ্যা : ৩৫,০০০ (প্রায়) ২০১১ আদম শুমারী অনুযায়ী।
৫। পুরুষ: ১৭,২৫১ জন
৬। মহিলা: ১৭,৭৪৯ জন
৭। ভোটারসংখ্যা: ১৭,৫০০ জন( ২০১১ আদম শুমারী অনুযায়ী)
৮। মহাবিদ্যালয়ের সংখ্যা: ০০ টি
৯। কামিল মাদ্রাসার সংখ্যা: ০১ টি
১০। মাদ্রাসার সংখ্যা: ০৬ টি
১১ । মসজিদের সংখ্যা: ৪০টি
১২। মন্দিরের সংখ্যা: ০৪ টি
১৩। স্কুলের সংখ্যা
ক) কিন্ডার গার্ডেন: ০৩ টি
খ)রেজিষ্টারবিদ্যালয় : ০৪ টি
গ) সরকারি প্রাথমিক বিদ্যালয় : ০৫ টি
ঘ) মাধ্যমিক বিদ্যালয়: ০৪ টি
১৪। এতিমখানা: ০৪ টি
১৫। হাটের সংখ্যা: ২টি
১৬। স্বাস্থ্য কেন্দ্র: ০২ টি
১৭। পরিবার কল্যাণ কেন্দ্র: ০১ টি
১৮। ভুমি অফিস: ০১ টি
১৯। ব্যাংক: ০২ টি
২০। ডাকঘর: ০৪ টি
২১। ভিজিডি কার্ড ধারীর সংখ্যা: ১৯৫ জন
২২। বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা:
২৩। প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা :
২৪। মার্তৃত্ব ভাতা ভোগীর সংখ্যা: ২৫ জন প্রতি মাস
২৫। বিধবা/ স্বামী পরিরত্যাক্তা ভাতা ভোগীর সংখ্যা ঃ- জন
২৬। শিক্ষার হার: ৪৪%
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস