পাঁচতারা, শালিয়ারা, উলাডাব গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এবং পাঁচতারা গ্রামের কয়েকজন শিক্ষিত লোকের আন্তরিক আর্থিক ও কায়িক সহযোগিতায় এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে।
পাঁচতারা, শালিয়ারা, উলাডাব গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার সকল লোকের সহযোগিতায় দাতা মোঃ নবাব আলী ও কেরামত আলীর ৫০ শতাংশ জমিতে ১৯৫৬ ইং সালে মোঃ রওশন আলীর উদ্যোক্তায় পাঁচতারায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে।
১ম- ৬৮ জন, ২য়- ৬৪ জন, ৩য়- ৬৮ জন, ৪র্থ- ৪৮ জন, ৫ম- ৩৮ জন।
কমিটির মোট সদস্য সংখ্যা- ১২জন, পুরুষ- ০৮ জন, মহিলা- ০৪ জন।
২০০৭- ১০০%, ২০০৮- ১০০%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি করণ ও শিক্ষার গুনগত মান উন্নয়ন।
ছাত্র-ছাত্রীদের শিক্ষার গুনগতমান বৃদ্ধি করে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তুলব।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস