বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের আড়রা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে তিনিট পাকা ভবন আছে। ৫টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ আছে। বিদ্যালয়টিতে ১টি টয়লেট ও ১টি নলকূপ আছে। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা- ০৭ জন।
এলাকার শিক্ষা বিস্তারের প্রয়োজনে তৎকালীন জমিদার বাবু সুধির চন্দ্র ঘোষ ও গং একটি বড় টিনের ঘর তৈরী করে শিক্ষার কাজ শুরু করেন। পরবর্তিতে তিনি বিদ্যালয়ের নামে ৩৫ শতাংশ জমি দান করেন এবং ১৯২৮ খ্রিষ্টাব্দে সেটা একটি পূর্নাঙ্গ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে সরকারি করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে জমির পরিমাণ ৩৫ শতাংশ।
প্রাক-প্রাথমিক- ৪০জন, ১ম- ৮২জন, ২য়- ৮৬ জন, ৩য়- ৫৮ জন, ৪র্থ- ৬৫ জন, ৫ম- ৪৬ জন।
কমিটির মোট সদস্য সংখ্যা- ১২জন, পুরুষ- ০৮জন, মহিলা- ০৪ জন।
২০০৭-৮৯%, ২০০৮- ১০০%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
জরিপকৃত শিশুর শতভাগ ভর্তি নিশ্চিতকরণ। ঝড়ে পড়া ৫% নেমে এসেছে, ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ।
ক্যাচমেন্ট এলাকার জরিপকৃত শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত করণ এবং শিক্ষার গুনগত মান উন্নয়ন করা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত সহ এ+ পাওয়া ছাত্র/ছাত্রীর সংখ্যা বাড়ানো।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস