৩১ নং আগদিঘুলিয়া উত্তর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ভাড়রা ইউনিয়নের আগদিঘুলিয়া গ্রামে অবস্থিত। ইহা নাগরপুর উপজেলা হইতে ২৫ কিঃ মিঃ উত্তরে বিদ্যালয়ে পাকা দোতলা ভবন ছিল। বর্তমানে নদীগর্ভে বিলীন হওয়ায় এলাকায় একটি মক্তবে অস্থায়ী ভিত্তিতে পাঠদান করা হইতেছে।
এলাকাটি যমুনা নদীর শাখা প্রশাখা দ্বারা চারদিক বিচ্ছিন্ন থাকায়, শিশুদের একসময় শিক্ষার আলো থেকে দূরে সড়ে পরার উপক্রমই হয়েছি। এলাকার গন্যমান্য ও সাধারণ মানুষের সহায়তায় এবং বাংলাদেশ সরকারের ঘোষনা মোতাবেক ১৯৮৮ ইং সালে ৩৩ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। চারজন শিক্ষক/শিক্ষিকা সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। বিদ্যালয়টি ১৮/০৪/১৯৯৪ ইং সালে রেজিঃ প্রাপ্ত হয়। উক্ত বিদ্যালয়ের রেজিঃ নম্বর- ১৩৬৯/৯৪।
শিশু- ২২, ১ম- ৫৬ জন, ২য়- ৪১ জন, ৩য়- ৩৪ জন, ৪র্থ- ১৫ জন, ৫ম-২৩ জন।
বিদ্যালয়টি (একজন অবসর প্রাপ্ত সরকারি বিজ্ঞ শিক্ষক) সভাপতি বিজ্ঞ সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য কমিটি দ্বারা পরিচালিত হইতেছে।
২০০৭- ১০০%, ২০০৮- ৮৫%, ২০০৯- ৭১%, ২০১০- ৬৬%, ২০১১- ১০০%।
মান সম্মত শিক্ষা অর্জন এর আশা রাখছে।
বিজ্ঞ পরিচালনা কমিটির সহায়তায় সরকারের নীতিমালা মোতাবেক এবং বিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্বাবধানে মান সম্মত শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা রহিয়াছে।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস