৪৬নং খাষশাহজানী পূর্ব পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি জন বহুল একটি প্রাচীন চর এলাকায় অবস্থিত। এই মৌজায় কোন প্রাথমিক বিদ্যালয় ছিল না। শিক্ষার আলো প্রসারনের জন্য এলাকার জনগণ সর্বসম্মতিক্রমে ১৯৯৭ ইং সালে একটি টিনের দো চালা ঘরে ৪ জন শিক্ষকদ্বারা পাঠদান পরিচালনা করা অবস্থায় ২০০৫ সালে সরকারি ভাবে অনুমোদন প্রাপ্ত হইয়া গত ২০০৬ ইং সালে অস্থায়ী রেজিঃ প্রাপ্ত হয় এবং ২০১০ সালে স্থায়ী রেজিঃ ও ২০১১ সালে এমপিও ভূক্ত হইয়া সুচারুভাবে পাঠদান কার্য পরিচালিত হইয়া আসিতেছে।
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ১ নং ভাড়রা ইউনিয়নের অন্তর্গত খাষ শাহজানী পূর্বপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই গ্রামে লোক সংখ্যা প্রায় ৭ হাজার। কচি কাচা ছেলে মেয়ের সংখ্যা অনেক। এতদসঙ্গে ও আজ পর্যন্ত বিদ্যালয়টি কাঁচা ও দো চালা টিন দ্বারা নির্মিত থাকায় পাঠদানের ক্ষেত্রে খুব অনুবিধা হইতেছে। তাছাড়া ছেলে মেয়েদের বসার আসবাব পত্র ও খুব সিমীত। বিদ্যালয়টি ২০০৫ সালে অনুমতি প্রাপ্ত হয় ২০০৬ সালে আস্থায়ী ও ২০১০ সালে স্থায়ি রেজিঃ প্রাপ্ত হয় এবং ২০১১ সালে এমপিও ভূক্ত হয়। ৪ জন শিক্ষক/শিক্ষিকা দ্বারা অক্লান্ত পরিশ্রম সাপেক্ষে পাঠদান কার্য্যসুষ্ঠ সুন্দর ও আশাতীত ভাবে পরিচালিত হইয়া আসিতেছে।
১ম- ৬২ জন, ২য়- ৫৪ জন, ৩য়- ৪০ জন, ৪র্থ- ৩০ জন, ৫ম-২০ জন।
কমিটির মোট সদস্য সংখ্যা- ০৯জন, পুরুষ- ০৭ জন, মহিলা- ০২ জন।
২০০৭- ১০০%, ২০০৮- ১০০%, ২০০৯- ৩৮%, ২০১০- ৭৫%, ২০১১- ৬৫%।
এলাকার জনগণ এই বিদ্যালয়টি ভবিষ্যতে উচ্চ বিদ্যালয় করার পরিকল্পনা আছে।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস