বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের ভাড়রা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে দুইটি পাকা ভবন আছে। ৬টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ আছে।
এলাকার শিক্ষা বিস্তারের প্রয়োজনে মোঃ সিরাজুল ইসলাম গং ৪৫ শতাংশ জমি এবং মৃত আহসান হাজী সাহেব একটি বড় টিনের ঘর দান করেন। উক্ত জমিতে ঘর তৈরী করে শিক্ষার কাজ শুরু করেন। ১৯৬১ খ্রিষ্টাব্দে সেটা একটি পূর্ণাঙ্গা বিদ্যাল হিসাবে হিসাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে রেকর্ডকৃত জমির পরিমাণ ৪৫ শতাংশ। বিদ্যালয়টি এখনও সরকারী করণ হয় নাই। অত্র গ্রামে আর কোন বিদ্যালয় নাই।
১ম- ৬২ জন, ২য়- ৮৩ জন, ৩য়- ৫১ জন, ৪র্থ- ৫৯ জন, ৫ম- ৪৩ জন।
কমিটির মোট সদস্য সংখ্যা- ১২জন, পুরুষ- ০৮ জন, মহিলা- ০৪ জন।
২০০৭- ৮৮%, ২০০৮- ৯৪%, ২০০৯- ৮৭%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
জরিপকৃত শিশুর শতভাগ ভর্তি নিশ্চিত করণ। প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ।
ক্যাচমেন্ট এলাকার জরিপকৃত শিশুদের শতভাগ নিশ্চিত করণ এবং শিক্ষার গুনগত মান উন্নয়ন করা।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস