আগদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন ভাড়রা ইউনিয়নের চর অঞ্চলের আগদিঘুলিয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে দুটি ভবন আছে। একটি পাকা ও একটি টিনসেড বিল্ডিং। বিদ্যালয়ে ৫টি শ্রেণীকক্ষ ও ১টি অফিস কক্ষ আছে। বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ২১৬ জন। কর্মরত শিক্ষাক সংখ্যা- ০৬ জন। চর অঞ্চলে অবস্থিত বলে বিদ্যালয়ের সাথে উপজেলা সদরের যোগাযোগ খুবই নাজুক। উপজেলা সদর থেকে এর দূরত্ব ২৪ কিঃ মিঃ। |
বিদ্যালয়টি একটি দূর্গোম চর অঞ্চলে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। এলাকার লোকজন শিক্ষার আলো ছড়াতে গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৩৫ সালের দিকে মক্তব হিসাবে এর গোড়া পত্তন হয়। অতপর ১৯৩৮ সালে এটি প্রাথমিক বিদ্যালয় হিসাবে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে। সবশেষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘোষনার মাধ্যমে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
১ম- ৫০জন, ২য়- ৫৬ জন, ৩য়- ৪৬ জন, ৪র্থ- ৩৬ জন, ৫ম- ২৮ জন।
কমিটির মোট সদস্য সংখ্যা- ১২জন, পুরুষ- ০৯জন, মহিলা- ০৩ জন।
২০০৭- ১০০%, ২০০৮- ৭২%, ২০০৯- ৯৪%, ২০১০- ১০০%, ২০১১- ৯৫%।
বিদ্যালয়ে গমন উপযোগি শতভাগ শিশু ভর্তি, ঝরে পড়া হ্রাস, ছাত্র উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার গুনগত মান উন্নয়ন।
মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়ন।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস