টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের সুটাইন রংছিয়া মৌজার সীমানায় সুটাইন রংছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে একটি আধাপাকা ও একটি পাকা একতলা ভবন আছে। বিদ্যালয়ে ৫টি শ্রেণীকক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে। বিদ্যালয়ে ২টি টয়লেট ও ১টি নলকূপ আছে। বিদ্যালয়ের নামে ৫০ শতাংশ জমি ওয়াক্ফ আছে। বিদ্যালয় আঙ্গিনায় অনেকগুলো বৃক্ষ রোপন করা হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক কর্মপরিকল্পনা, বার্ষিক পাঠ পরিকল্পনা, সময় পত্রিকা, রুটিন, উপকরণ সংরক্ষিত আছে। বর্তমানে বিদ্যালয়ে ০৬ জন শিক্ষক কর্মরত আছেন।
নদী বিধৌত চর অঞ্চল টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি পশ্চাদপর জনপদ সুটাইন রংছিয়া দেওজান সলিল ও আদাজান গ্রাম। উক্ত চারটি গ্রামে শিশুদের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামে সমূহের অধিবাসীগণ প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে সুটাইন রংছিয়া গ্রামের সীমানায় সুটাইন গ্রামে ১৯৫০ খ্রিঃ সুটাইন রংছিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। বিভিন্ন সামাজিক কোন্ডলের কারণে বিদ্যালয়টি সরকারি করণ করা সম্ভব হয়নি। বিদ্যালয়টি ১৯৭৮ খ্রিঃ রেজিষ্ট্রেশন ভূক্ত হয়। তার পর ১৯৮৬ খ্রিঃ ১৫ই নভেম্বর অত্র বিদ্যালয়টি সরকারি করণ করা হয়। বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম দুই শিফটে পরিচালিত হয়। |
প্রাক-প্রাথমিক- ২৯জন, ১ম- ৫৪জন, ২য়- ৫৩ জন, ৩য়- ৪৫ জন, ৪র্থ- ৪৩ জন, ৫ম- ৩৪ জন।
কমিটির মোট সদস্য সংখ্যা- ১২জন, পুরুষ- ০৭জন, মহিলা- ০৫ জন।
২০০৭- ১০০%, ২০০৮- ১০০%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
বিদ্যালয় ক্যাচমেন্ট এলকার জরীপকৃত শতভাগ শিশুর ভর্তি নিশ্চত করা হয়েছে। শিশুদের বিদ্যালয়ে উপস্থিতির হার সন্তোষ জনক। যোগ্যতা ভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নত হয়েছে। ঝড়ে পরার হার ৪০% থেকে ১০% নেমে এসেছে।
জরিপকৃত শিশুর ১০০% ভর্তি নিশ্চিত করণ। যোগ্যতা ভিত্তি পাঠদান পরিচালনা করে শিক্ষার গুনগত মান উন্নয়ন। |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস