২২নং আগদিঘুলিয়া পূর্ব রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে ২টি দালান আছে, ৭টি রুম, ১টি অফিস রুম ও ৬টি শ্রেণীকক্ষ আছে। ৩৩৪ জন ছাত্র/ছাত্রী আছে। ৪জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি সুচারুভাবে পরিচালিত হয়ে আসিতেছে।
টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ১নং ভাড়রা ইউনিয়নের অন্তর্গত আগদিঘুলিয়া গ্রামে প্রায় দশ হাজার লোকের বসবাস। এই গ্রামের মাঝখানে একটি সরকারি বিদ্যালয় ছিল। উহা নদীর ভাঙ্গনের ফলে পশ্চিম পাড়ায় নিয়ে যাওয়া হয়। এর ফলে এলাকার কচি-কাচা ছেলে-মেয়েরা শিক্ষার আলোর হইতে বঞ্চিত হয়। এ কারনে আগদিঘুলিয়া লোকজন একত্রে বসিয়া একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয় এবং একটি চারচালা ঘর তৈরী করিয়া ৪জন শিক্ষক নিয়োগ দেন। এক বছর পর প্রধান শিক্ষক চাকুরী ছাড়িয়া অন্য জায়গায় চাকুরী নেয়। আবার ০১-১২-১৯৮৮ ইং তারিখে বর্তমান প্রধান শিক্ষককে নিয়োগ দান করে স্কুলের যাবতীয় কাজ করার জন্য অনুমতি প্রদান করেন। প্রধান শিক্ষক সকল কাজ সম্পন্ন করে ১৩-০৭-১৯৯৪ ইং তারিখে বিদ্যালয়টি রেজিষ্ট্রেশন করারন। বিদ্যালয়ের রেজিষ্ট্রেশন নং- ৪০৯, তারিখ- ১৩-০৭-১৯৯৪ইং। বর্তমানে বিদ্যালয়ের ৪ জন শিক্ষক সরকারি ভাতা পাইয়া আসিতেছে এবং বিদ্যালয়টি সুন্দর ভাবে পরিচালিত হইতেছে।
১ম- ৮৯ জন, ২য়- ৯৪ জন, ৩য়- ৫৩ জন, ৪র্থ- ৬০ জন, ৫ম-৩৮ জন।
কমিটির মোট সদস্য সংখ্যা- ১২জন, পুরুষ- ০৭ জন, মহিলা- ০৫ জন।
২০০৭- ৮২%, ২০০৮- ৮২%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ৯৭%।
ঝড়ে পড়া রোধ এবং শিক্ষার গুনগতমান ভাল করব।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস